Ticker

6/recent/ticker-posts

সিভিট বাচ্চাদের জন্য কতটা নিরাপদ? গর্ভাবস্থায় সিভিট খাওয়া যাবে কি?

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। উক্ত আর্টকেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই আর্টিকেলটি লিখতে গিয়ে ছোট বেলার কথা মনে পড়ে গেল। যখন ছোট বেলায় ফার্মেসিতে বা যে দোকানে ঔষধ বিক্রি করে সেখানে গেলেই প্রথম চাওয়া ছিল আমাকে সিভিট কিনে দিতে হবে। সিভিট কিনে দিলে অনেক আনন্দ পেতাম। আসলে সিভিট সকল শিশুদের কাছেই পছন্দের একটি বস্তু। তাই এই আর্টকেলে সিভিট বাচ্চাদের জন্য কতটা নিরাপদ? সিভিট খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাছাড়া সিভিট দিনে কয়টা খাওয়া যায়? গর্ভাবস্থায় সিভিট খাওয়া যাবে কি? সিভিট বেশি খেলে কি হয়? এই বিষয় গুলো নিয়েও লিখা হয়েছে।


সিভিট বাচ্চাদের জন্য কতটা নিরাপদ
সিভিট খাওয়ার উপকারিতা ও অপকারিতা


সিভিট (Ceevit) কী?

সিভিট (Ceevit) হলো মূলত অ্যাসকরবিক এসিডের তৈরি চুষে খাওয়ার উপযোগী একটি ট্যাবলেট যা ভিটামিন-সি সম্মৃদ্ধ। এটি বাংলাদেশের স্কয়ার ফার্মাসিউটিক্যালস কর্তৃক প্রস্তুতকৃত।




সিভিট-এর উপকারিতা বা কেন খাওয়া হয়?


সিভিট (Ceevit) মূলত একটি ঔষধ। সিভিট স্কার্ভি প্রতিরোধ ও চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এছাড়াও দাঁত ব্যাথা, সংক্রমণ, ট্রমা, গর্ভাবস্থা, স্তন্যপান করানো, অস্ত্রপাচারের পরে, পোড়া, জ্বর, বন্ধ্যাত্ব, ব্রণ, ফ্র্যাকচার, আলসার, ভাস্কুলার থ্রম্বোসিস, স্ট্রেস, পেপটিক আলসার, ক্যান্সার ইত্যাদির জন্য ভিটামিন-সি এর ঘাটতির পরিপূরক হিসেবে ডাক্তারগণ সিভিট (Ceevit) সেবনের পরামর্শ দেন।




সিভিট (Ceevit) খাওয়ার অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া


সিভিট (Ceevit) কে সাধারণ চকলেটের মতো ভেবে মাত্রাতিরিক্ত সেবন করা যাবে না। মাত্রাতিরিক্ত সিভিট সেবন করলে মুখে ঘা হতে পারে। তাছাড়া ডায়রিয়া, ডায়াবেটিস এবং প্রস্রাবের সমস্যা হতে পারে। যাদের রেনাল ক্যালকুলি বা সোডিয়াম গ্রহনের সীমাবদ্ধতা রয়েছে তাদের অ্যাসকরবিক এসিডের অতিরিক্ত ডোজ না নেওয়াই ভালো। তাই সিভিট অতিরিক্ত গ্রহণের ক্ষেত্রে সতর্ক হোন। শিশুদেরকে পরিমিতি সিভিট খেতে দিতে পারেন। পরিমিত সিভিট (Ceevit) খেলে শিশুদের স্বাস্থ্যে কোনো প্রকার প্রভাব ফেলে না।




সিভিট দিনে কয়টা খাওয়া যায়?


সাধারণত দেহে ভিটামিন-সি এর ঘাটতি দেখা দিলে সিভিট খাওয়া হয়। বিনা কারণে সিভিট না খাওয়াই উত্তম। আর প্রতিদিন সর্বোচ্চ ২টি বা ১টি সিভিট সেবন করতে পারবেন।




গর্ভাবস্থায় সিভিট খাওয়া যাবে কী?


গর্ভাবস্থায় এসব জিনিস একটু ভেবেচিন্তে খাওয়াটাই বেশি ভালো। যদি ডাক্তার সাজেস্ট করেন তাহলে খেতে পারেন কোনো সমস্যা নেই। এ সময় নিজে নিজে কোনো প্রকার মেডিসিন নেওয়া উচিত নয়। তবে সিভিট স্বভাবিক মাত্রায় সম্পূর্ণ নিরাপদ।




সিভিট বেশি খেলে কি হয়?


ভিটামিন-সি যেমন স্বাস্থ্যের জন্য উপকারি তেমনি এর মাত্রাতিরিক্ত গ্রহনের ফলে দেহে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন-সি গ্রহন করলে হজমশক্তি কমে যেতে পারে। এছাড়া অতিরিক্ত ভিটামিন-সি এর ফলে বমি বা ডায়রিয়াও হতে পারে। 




অতএব, আশা করি আপনি পুরো আর্টিকেলটি পড়েছেন এবং বিষয় গুলো বোঝতে পেরেছেন। এরকম স্বাস্থ্য বিষয়ক আরও প্রয়োজনীয় আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটের স্বাস্থ্য এবং চিকিৎসা এই পেজটিতে ভিজিট করতে পারেন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন!



তথ্য সূত্র: Square Pharmaceuticals PLC

Ceevit 250mg